সন্তু দেঃ
আলিপুরদুয়ার জয়তাঁরা শ্মশান পূজা কমিটির পূজার বিশেষত্ব হল তারা তাঁদের পূর্বপুরুষদের আত্মার  শান্তি ও ভবিষ্যত্ প্রজন্মের রক্ষার জন্য তারা প্রদীপ  প্রজ্জ্বলন করেন।
 শুধু তারা নয় আগত দর্শনার্থিরাও প্রদীপ জ্বালায় এই একই ভাবনায়। এবছর তারা প্রায়   50 হাজার প্রদীপ জ্বালায়  বলে ক্লাব সূত্রে খবর।
বিস্তারিত দেখুন ভিডিওতে-