মধুসূদন রায়, ১২ই অক্টোবর :
মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একই পরিবারের তিনজন সদস্যকে খুনের ঘটনায় এই পযর্ন্ত মাত্র ২জন গ্রেফতার হয়েছে। শিক্ষক প্রকাশ পাল ও তার স্ত্রী,সন্তানকে খুনের নৃশংসতা দেখে পুলিশের অনুমান, ব্যক্তিগত আক্রোশ থেকেই এই খুন করা হয়েছে।
ধুপগুড়ি কলেজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানা যায় জিহাদি জঙ্গি গোষ্ঠী দ্বারা শিক্ষক প্রকাশ পাল ও তার অন্তঃসত্ত্বা  স্ত্রী ও  শিশু সন্তানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ শিক্ষক প্রকাশ পাল ও তার অন্তঃসত্ত্বা  স্ত্রী ও  শিশু সন্তানকে হত্যার প্রতিবাদে এবং প্রশাসনের নিস্কৃয়তার প্রতিবাদে আজকে ধুপগুড়ি শাখার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়।