মানের মূল‍্য
আরিফ হোসেন

দুঃখগুলো কবর দেই নিজ বুকে
অমানবিক মুখ গুলো যখন বিশিষ্ট সমাজসেবিক
তখন মানবিকতা সত‍্যিই কোথায়
সেটা জানা হয়ে যায় জনতার দরবারে
লোভ, লালসা আর উত্তেজনা কখন কেড়ে নিয়েছে
মানবিকতা শুধু ফুটে ওঠে
ফেসবুক আর হোয়াট‍্যাস অ্যাপে।
গুটি কয়েক কথোপকথন কেবল ছায়ার মতো
আলোর নিরিখে বেঁচে যায়, ধন‍্য ধন‍্য
বেহায়াপনা, লৌকিক মৃত‍্যু হোক পাশবিক
ঢং করে রঙ্গ সেজে বেকার জোর হাত
উৎসবের রেশে লাশ ভেসে
আর, ঘৃণ‍্য শেষ সজ্জা স্বপরিবারে
কেবল, তাদের নিয়ে আহ্লাদে, বেশ লোভে লোভে।
মানবস্তূপের নিশিযাপন কেড়ে নিয়ে
বনে বাজারে জয়ধ্বনি ওঠে
তখনই, বুঝতে পারি মানবিকতা কোন খাদে।