আরিফ হোসেন, কলকাতা, ১লা অক্টোবর:
ঝিলম সাহিত্য পত্রিকা গোষ্ঠী পরিচালিত ঝিলম সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা ও ঝিলম সংকলন "আমার আকাশ তোমার নীলাভ আবরনে" এদিন সকাল ৯টা বেজে ৩০ মিনিট নাগাদ শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সায়ন্তিকা ঘোষ।এদিন ঝিলম সাহিত্য পত্রিকার প্রিন্টেড কপি প্রকাশের সঙ্গে সঙ্গে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়। এছাড়াও, এদিন সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি সাহিত্যিকদের এবং অনলাইন অনুকবিতা প্রতিযোগিতার সেরাদের পুরস্কৃত করা হয়। এদিনের প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী মহাশয়, বাচক শিল্পী পূ্রবী রায়, সম্পাদক কবি ও প্রকাশক সৌরভ বিশাই ও সৌভিক মন্ডল।
ঝিলম সাহিত্য পত্রিকার সভাপতি সালমান হায়দার জানান, সাহিত্য কথাটি 'সম্মিলন' অর্থে ব্যবহৃত হয়। সম্মিলন হলো মনে-মনে, আত্মায়-আত্মায়, হৃদয়ে-হৃদয়ে মিলন। সাহিত্যের মধ্য দিয়ে আপনাদের সাথে ঝিলমের সম্পর্ক গড়ে ওঠে, মুল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সুন্দর পরিবেশ গঠনে যদি ঝিলম কিছু করতে পারে, সর্বোপরি ঝিলমের হাত ধরে যদি সাহিত্য জগতে নতুন ব্যক্তিত্বের আত্মপ্রকাশ ঘটে, তবে আমাদের স্বপ্ন সার্থক হবে। আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন তাদের ও যারা কোনো কারন বশত উপস্থিত হতে পারে নি তাদের সকলকে অভিনন্দন ও ভালোবাসা জানিয়েছেন। এছাড়াও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন, যারা ঝিলমের প্রতি আগ্রহ দেখিয়েছেন ও গঠনমূলক পরামর্শসহ বিভিন্ন কাজে সাহায্যের হাত বাড়িয়েছেন। এদিনের অনুষ্ঠানে ঝিলম পরিবারের সকলেই উপস্থিত ছিলেন এবং উপস্থিত ছিলেন সকল কবি সাহিত্যিক যাদের লেখা প্রকাশিত হয়েছে এদিনের পত্রিকা ও সংকলনে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊