সংবাদ একলব্যঃ
২রা অক্টোবর নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্পের উদ্যোগে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্ম জয়ন্তী পালিত হল। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন শিক্ষক,শিক্ষা-কর্মী ও ছাত্র-ছাত্রীরা। বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় বিদ্যালয় থেকে ধুবুলিয়ার শরৎপল্লী, বিবেকানন্দ পল্লী হয়ে বিদ্যালয় শেষ হয়। রাস্তার প্লাস্টিক পরিস্কার করে ছাত্র-ছাত্রীরা। নিজেদের হাতে তৈরি কাগজের ডাস্টবিন তুলে ধরে সমাজকে প্লাস্টিক মুক্ত করার জন্য ।
কেন্দ্রীয় সরকারের-"ফিট ইন্ডিয়া"বিষয়ে সচেতন করতে প্রচার চালানো হয় । ২রা অক্টোবর বাপুর জন্মদিন পালন হয় ২ কিমি পথ পরিক্রমা করে। এছাড়াও বৃক্ষরোপণ ও অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী লোকনাথ সমাদ্দার বলেন - "প্লাস্টিক আমাদের পরিবেশকে দূষিত করছে ও জলনিকাশি ব্যবস্থারও ব্যাঘাত ঘটাচ্ছে।আমাদের সবারই উচিত প্লাস্টিক বর্জন করা"পরবর্তীতে আমরা আরো বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করব । ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊