নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের এই ছবিটি টুইটারে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, মানুষের ক্ষমতায়নে নোবেলজয়ী অভিজিতের আবেগের বিষয়টি স্পষ্ট। আজ মঙ্গলবার অর্থনীতিতে নোবেলজয়ী ভারতের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর টুইট বার্তায় মোদি এ কথা বলেন। সাক্ষাতের পর অভিজিতের প্রশংসা করে মোদি বলেন, ‘ভারত তাঁর জন্য গর্বিত।’ এই সাক্ষাৎকে তিনি ‘দারুণ’ বলেও মন্তব্য করেন।
অভিজিতের নোবেল জয়ে শুরুতে বিজেপি নেতারা সেভাবে সরব হননি। বরং অভিজিৎকে বামপন্থী তকমা দিয়ে তাঁর নীতিনির্ধারণী বিষয়ে সমালোচনায় মেতেছিলেন পীযূষ গোয়েলের মতো কেন্দ্রীয় বিজেপি নেতারা। এমন সমালোচনা ও বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছে অভিজিতের।
অভিজিৎ নোবেল পাওয়ার পর টুইটারে তাঁকে মোদি অভিনন্দন জানালেও অনেকের মতে তা ছিল সাদামাটা। ১৪ অক্টোবর টুইটারে অভিনন্দন জানিয়ে মোদি বলেছিলেন, ‘দারিদ্র্য দূরীকরণে তিনি (অভিজিৎ) উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’

তবে অভিজিতের সঙ্গে সাক্ষাতের পরে দেওয়া মোদির টু্ইটটি বেশ উচ্ছ্বাসপূর্ণ। অভিজিতের প্রশংসায় পঞ্চমুখ তিনি। আজ এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়, অভিজিতের সঙ্গে বৈঠকের পর দুজনের একটি ছবি প্রকাশ করে নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, ‘নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকটি দারুণ হয়েছে। মানুষের ক্ষমতায়নে তাঁর ভাবাবেগ স্পষ্ট। বিভিন্ন বিষয়ে আমাদের সতেজ ও বিস্তারিত আলোচনা হয়েছে। ভারত তাঁর কাজের জন্য গর্বিত। তাঁর ভবিষ্যৎ উদ্যোগের জন্য শুভেচ্ছা জানাই।’