Latest News

6/recent/ticker-posts

Ad Code

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি-নির্দেশ সুপ্রীম কোর্টের



সোশ্যাল মিডিয়ায় নজরদারি চালাতে এবার কড়া গাইডলাইনের চালুর সুপারিশ সুপ্রিম কোর্টের। কেন্দ্রকে এই মর্মে হলফনামা জমা দিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বিপজ্জনক। ফলে এই বিষয়ে অবিলম্বে কেন্দ্রের উচিত গাইডলাইন তৈরি করা।

সোশ্যাল মিডিয়ায় নজরদারি বিষয়ে কেন্দ্রের নজরদারির বিষয়ে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সোশ্যাল সাইট অপব্যবহার বিপজ্জনক হয়ে উঠেছে বলেও পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। এই মর্মে কেন্দ্রেকে নির্দেশিকা তৈরি করতে হবে বলেও দেওয়া হয়েছে নির্দেশ। কেন্দ্রকে হলফনামা জমা দিয়ে বিষয়টি জানাতে নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত।

আর তাই সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে নয়া বিধি আনতে চলেছে কেন্দ্র। আগামী ১৫ জানুয়ারির মধ্যে সোশ্যাল মিডিয়া বিধি আনার বিষয়ে সুপ্রিম কোর্টে দাবি জানিয়েছে কেন্দ্র সরকার।

সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ মূলক মন্তব্য থেকে শুরু করে ফেক নিউজ, ট্রোলড ও দেশ-বিরোধী কার্যকলাপে কেন্দ্রকে বিধি আনার বিষয়ে নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সোশ্যাল মিডিয়ায় আধার সংযোগ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ সুপ্রিম কোর্টে উঠে মামলা। সেই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ার বিদ্বেষ মূলক কার্যকলাপ ও দেশবিরোধী কাজকর্ম রুখতে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন বিধি আনবে কেন্দ্র। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এমনই জানিয়ে দেওয়া হয়েছে।

আগামী ১৮ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছে সংসদের সচিবালয়। এতদিন জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীতকালীন অধিবেশন চালিয়ে যাওয়া হত। কিন্তু এবার সেই সময়সীমা কিছুটা কমেয়ে আনা হয়েছে। মনে করা হচ্ছে, ওই অধিবেশনে বেশকিছু গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তার মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইন অন্যতম। একইসঙ্গে সংক্ষিপ্ত শীতকালীন অধিবেশনে সোশ্যাল মিডিয়ায় নজরদারি সংক্রান্ত বিল পেশ করতে পারে কেন্দ্র।

ফলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কেন্দ্র কী নীতি আনে এখন তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।


source: ajbikel

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code