মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২২শে অক্টোবর :
আজ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশের একটি দুস্থ পরিবারের পাশে এসে দাড়ালো প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশন্। প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের সহ সম্পাদক গৌতম বর্মন জানান -'আজকে আমরা আবারও প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে বার্নিশ,কালিবাড়ির একটি দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাদের বাড়িতে রয়েছে মাত্র দুই জন সদস্য স্বামী এবং স্ত্রী। যেখানে স্বামী সফিয়ার রহমান পক্ষাঘাতগ্রস্থ- উঠে দাড়াতে পারেন না, ঠিক করে কথাও বলতে পারেন না। পরিবারের একমাত্র আয় গৃহ কর্তির দিন মুজুরি। দু-বেলা ঠিক মত খাবার জোটে না তাদের,ওই যৎসামান্য আয়ে কোন রকম ভাবে জীবন যাপন করতেন তারা । আমাদের কাছে খবর আসামাত্র আমরা ছুটে এসে পরিবারটির পাশে দাঁড়িয়েছি।
আজ প্রয়াস সাথী ওয়েলফেয়ার অরগানাইজেশনের পক্ষ থেকে তাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী তথা চাল-ডাল,চিনি-চা, থেকে শুরু করে তেল-মশলা এবং সামান্য কিছু অর্থ তুলে দেওয়া হয় ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊