Latest News

6/recent/ticker-posts

Ad Code

তেজস্ক্রিয় পাথরের বৃষ্টি ধেয়ে আসছে পৃথিবীর বুকে-নাসা



ছবিঃ প্রতীকী 

সংবাদ একলব্য, ২৩ অক্টোবরঃ 
নাসার কসমোকেমিস্ট্রির বিজ্ঞানী নাটাইল স্টারক  সতর্কবাণী জারি করলেন - তিনি তার বইতে লিখেছেন পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে তেজস্ক্রিয় পাথরের বৃষ্টি l ডক্টর স্টারক "Catching stardust " বইতে লিখেছেন কোটি কোটি ছোটো ছোটো তেজস্ক্রিয় পাথরের টুকরো ভেসে বেড়াবে সৌরমণ্ডলে বাদ থাকবে না পৃথিবীও l NASA প্রতিনিয়ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই ধরণের পাথরের খোঁজে l 

ছবিঃ প্রতীকী 
এই মহাজাগতিক পাথরের হাত থেকে কি পৃথিবী বাঁচতে পারবে?  এটি উল্কাপাতের থেকেও বেশি ভয়ঙ্কর রূপ নেবে যা প্রাণের অস্তিত্ব নষ্ট করে দিতে পারে l পৃথিবী পৃষ্টে না পড়লেও এই তেজস্ক্রিয় পদার্থ বায়ু মন্ডলের সংস্পর্শে আসলেও সৃষ্টি হবে ভয়ানক পরিস্থিতি l ডক্টর স্টারকের মতে যদি আমাদের হাতে খুব কম সময় থাকে তাহলে আমাদের সপ্তাহ থেকে মাসের মধ্যে তৈরী হতে হবেl 

ছবিঃ প্রতীকী 
তাহলে এর থেকে বাঁচার উপায়, কিছু বিজ্ঞানী মনে করেন পারমাণবিক অস্ত্র দিয়ে এই পাথরগুলোকে ধ্বংস করে দিতে হবে l কিন্তু অধিকাংশ বিজ্ঞানী মনে করেন পারমাণবিক অস্ত্র পাথরগুলিকে খুবই ক্ষুদ্র ক্ষুদ্র   অংশে ভেঙে দেবে যা ধুলো, গ্যাস বা তরলে পরিণত হয়ে তেজস্ক্রিয় মেঘের সৃষ্টি করবে, তাতে কোনো রকম বিপদ এড়ানো যাবে না l ডক্টর স্টার্ক এই মতকে সম্মতি না জানিয়ে বলেন মহাকাশে পারমাণবিক অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে l 

অনেক আগেই নাসার অনুসন্ধান দল গ্রহাণু 101955 Bennu  যেটি RQ36 নামে পরিচিত যাকে নিয়ে সতর্কবানিও জারি হয়েছে l পৃথিবীকে আঘাত হানার প্রবল সম্ভাবনা আছে যা দ্বিতীয় বৃহত্তম আশঙ্কা বলে জানিয়েছে নাসা l তবে নাসার সাম্প্রতিক মিশন  OSIRISREx মহাকাশযান এরকম অনেক তেজস্ক্রিয় পাথর খুঁজে পেয়েছে যা বৈজ্ঞানিক মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে l এই মহাকাশযানটি আগামী দুই বছর অনুসন্ধান চালিয়ে আগামী 2023 সালে পৃথিবীতে ফিরে আসবে l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code