নাসার কসমোকেমিস্ট্রির বিজ্ঞানী নাটাইল স্টারক সতর্কবাণী জারি করলেন - তিনি তার বইতে লিখেছেন পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে তেজস্ক্রিয় পাথরের বৃষ্টি l ডক্টর স্টারক "Catching stardust " বইতে লিখেছেন কোটি কোটি ছোটো ছোটো তেজস্ক্রিয় পাথরের টুকরো ভেসে বেড়াবে সৌরমণ্ডলে বাদ থাকবে না পৃথিবীও l NASA প্রতিনিয়ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই ধরণের পাথরের খোঁজে l
![]() |
ছবিঃ প্রতীকী |
![]() |
ছবিঃ প্রতীকী |
অনেক আগেই নাসার অনুসন্ধান দল গ্রহাণু 101955 Bennu যেটি RQ36 নামে পরিচিত যাকে নিয়ে সতর্কবানিও জারি হয়েছে l পৃথিবীকে আঘাত হানার প্রবল সম্ভাবনা আছে যা দ্বিতীয় বৃহত্তম আশঙ্কা বলে জানিয়েছে নাসা l তবে নাসার সাম্প্রতিক মিশন OSIRISREx মহাকাশযান এরকম অনেক তেজস্ক্রিয় পাথর খুঁজে পেয়েছে যা বৈজ্ঞানিক মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে l এই মহাকাশযানটি আগামী দুই বছর অনুসন্ধান চালিয়ে আগামী 2023 সালে পৃথিবীতে ফিরে আসবে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊