Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটায় উদ্বোধন হলো প্রগতিশীল বিপণী

 অন্ধকার থেকে আলোয় ফেরার অস্ত্র বই। অস্থির সময়ে প্রগতিশীল পুস্তক বিপণন ও প্রচারে SFI - DYFI দিনহাটা আঞ্চলিক কমিটি SFI এর 50 - বর্ষ উদ্ যাপন উপলক্ষ্যে   আজ বিকাল ৪ টায় দিনহাটা মহারাজ নৃপেন্দ্র নারায়ন পাঠাগারে সামনে উদ্বোধন হলো  প্রগতিশীল বিপণী। 
উদ্বোধন করলেন বিশিষ্ট  প্রাবন্ধিক ডঃ আশীষ  নাহা ও ছড়াকার  সজল কুমার দে। 
উপস্থিত ছিলেন শিক্ষা - সংস্কৃতি আন্দোলনের নেতৃত্ব ও ছাত্র - যুব আন্দোলনের এক ঝাক প্রাক্তন ও বর্তমান নেতৃত্ব কমঃ দেবাশিষ দেব,SFi  রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমঃ শুভ্রালোক দাস,  টুটুল সরকার, অভিক সরকার অভিনব রায়, কৌশিক রায়,  অপরাজিতা রায় প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code