Latest News

6/recent/ticker-posts

Ad Code

মোঘল সুরের টানে আপনার মন কারবে এই গান



সংবাদ একলব্য,  কলকাতাঃ  
পরিচালক শুভম দত্তের পরিচালনায় মুক্তি পেল নতুন গান Saab Daag। এসডিপি ভেঞ্চারের ব্যানারে মুক্তি পেয়েছে এই গান। মুক্তিতে বাংলা সঙ্গীত প্রেমীদের মনে এক আলোরন তুলেছে এই গান। বাংলা ভাষার নতুন সুরে এক অনবদ্য এই গান। গানটি গেয়েছেন বিখ্যাত শিল্পী তামোশা দে। এর আগেও পরিচালক শুভম দত্তের পরিচালনায় মানুষ অনেক ভালো ভালো বাংলা গান উপহার পেয়েছেন। কিন্তু এবারে বাংলা গানের জগতে একটি অনবদ্য গান উপহার দিলেন পরিচালক শুভম দত্ত। এই গানে রয়েছে মোঘল সুরের স্বাদ। যা মানুষের মনে এক আলোরনের সৃষ্টি করেছে। বলাইবাহুল্য এই গান বাংলা জগতে এক সম্পদ।

গানটির প্রযোজনা করেছেন প্রযোজক শুভাশিষ দত্ত ও শুভম দত্ত। গানটি মুক্তি পেয়েছে এসডিপি ভেঞ্চারের নিজের ইউটিউব চ্যানেলে। ভালোবাসার এক নতুন ছন্দ পাওয়া যাবে এই গানে। ভালোবাসার নতুন অধ্যায়ের শুরু এই গান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code