এবার ভগৎ-সিং-সুখদেব এবং রাজগুরুদের ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা একটি চিঠিতে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, এরা তিনজনই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাই এদের সম্মানিত করা উচিত। ভগৎ সিং-সুখদেব এবং রাজগুরু এই প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারে বলেও মত মণীশ তিওয়ারির।