সংবাদ একলব্য, ২৭ই অক্টোবর: দীপাবলির আগের রাতে আলোয় আলোকিত অযোধ্যার সরযু নদীর তীর । সেজে উঠেছে আলোর মালায়। ২০১৭-য় সরকারে এসেই দীপোত্সব শুরু করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন সরযু ঘাটে ৪ লক্ষ ১০ হাজার প্রদীপ জ্বালীয়ে গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠেছে অযোধ্যার। দীপাবলি উদযাপনে সামিল হতে ভিড় জমিয়েছেন পর্যটকরাও। রাজ্য সরকারের তরফে এদিন ২২৬ কোটি টাকার প্রকল্পও ঘোষণা করা হয়েছে।
দশেরায় রাবণবধ করে দীপাবলিতেই নাকি অযোধ্যায় ফিরে এসেছিলেন রাম, সীতা ও লক্ষ্মণ। তাঁদের ফেরার আনন্দে প্রদীপ জ্বালিয়ে সেজে তিন দিন ধরে এখানে চলবে দীপোত্সব। অযোধ্যা-জুড়ে জ্বালানো হয়েছে লক্ষ লক্ষ মাটির প্রদীপ। রাম, সীতা ও লক্ষ্মণের ঘরে ফেরারে প্রতীকী ছবি তুলে ধরতে হেলিকপ্টারে আনা হবে তাঁদের মূর্তি।অযোধ্যার দীপোত্সবের মঞ্চ থেকে মন্তব্য করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ
রামের পদাঙ্ক অনুসরণ করে তাঁর সরকার পরিচালিত হচ্ছে ।
যোগী বলেন, 'রামের নির্ধারণ করে দেওয়া সীমারেখাই আমাদের জয়ের পথে এগিয়ে দেয়। অযোধ্যা যে তার ঐতিহাসিক অওয়ধ পুরীর মর্যাদা ফিরে পারে সে বিষয়ে আমার মনে কোনও প্রশ্ন নেই। আর এজন্য আমাদের রামের নির্ধারণ করে দেওয়া সীমারেখা লঙ্ঘন করার প্রয়োজন হবে না।' আর কিছুদিন পরে অযোধ্যা মামলার রায় ঘোষণা করতে চলেছ সুপ্রিম কোর্ট। তার আগে যোগীর এই মন্তব্যকে সাধারণ মানুষের প্রতি তাঁর শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা বহন করছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊