আরিফ হোসেন, কলকাতা, ২৭ই অক্টোবর: কালীপূজো মানেই শব্দবাজি, এটা সকলেই জানে। কালীপুজোয় শব্দবাজি দমনে পুলিশ ও রাজ্য দূষন পর্ষদ এবার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। শব্দবাজি রোধে খোলা হয়েছে একাধিক কন্ট্রোলরুম। বাজি পোড়ানোর জন্য এবার নির্দিষ্ট সময়ও নির্ধারন করে দিয়েছে প্রশাসন। জানা যায়, রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সর্বোচ্চ ৯০ ডেসিবল শব্দমাত্রার বাজি পোড়ানো যাবে বলে নির্দেশ দিয়েছে। কালী পূজোর দিনগুলোতে শব্দবাজি ও বিসর্জনের দিন ডিজে বাজানো বন্ধের নির্দেশ জারি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন এলাকা থেকে প্রচুর শব্দবাজি ধরে বাজেয়াপ্রাপ্ত করেছে ও কয়েকজনকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ। প্রতিবছরের ন্যায় এবারো শব্দবাজি রুখতে কড়া নজরদারি চালাবে পুলিশ ও গোয়েন্দা পুলিশ। এছাড়াও কলকাতা শহরের বেশ কিছু মন্দিরে নিরাপত্তার জন্য নজরদারি রয়েছে কলকাতা পুলিশ। বিসর্জনের দিনেও বিসর্জন ঘাটে ঘাটেও থাকবে পুলিশের নজরদারি, ডুবুরি, লঞ্চ ও স্পিডবোট। এই মুহুর্তে প্রশাসনের কাছে এটা একটা বড়ো চ্যালেঞ্জ বলেই মনে করছে সকলে।
কন্ট্রোলরুম গুলোর যোগাযোগ নং:
কলকাতা পুলিশ কন্ট্রোল: ০৩৩-২২১৪৩২৩০/১০০
রাজ্য পুলিশ কন্ট্রোল: ০৩৩-২২১৪৫৪৮৬
রাজ্য দূষন নিয়ন্ত্রন পর্ষদ: ০৩৩-২৩৩৫৮২১২/৩৯১৩
ট্রোল ফ্রি: ১৮০০৩৪৫৩৩৯০ (বিকাল ৫টা-রাত ১২টা)
এছাড়াও, সবুজ মঞ্চ নামে একটি সংগঠন শব্দ বাজি নিয়ন্ত্রনের জন্য উদ্যোগি হয়েছে। তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ৯৮৩১৩১৮২৬৫/ ৯৪৩২২০৯৭৭০
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊