সংবাদ একলব্য, 29 সেপ্টেম্বর :
এলাকাকে সার্বিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে দিনহাটার 2 নম্বর ব্লক এর সীমান্তবর্তী গ্রাম শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে আজ সারাদিন চললো সচেতনতামূলক প্রচার অভিযান l শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী বিষ্ণু কুমার সরকার এর উদ্যোগে অনুষ্ঠিত এই প্রচার অভিযানে সামিল হন বহু মানুষ l 2016 সালে এই গ্রাম পঞ্চায়েতকে নির্মল গ্রাম ঘোষণা করে কোচবিহার জেলা প্রশাসন l তৎকালীন সময়ে বিষ্ণুবাবুর আন্তরিক প্রচেষ্টা ও আহ্বানে সাড়া দিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাসহ ও এলাকাবাসী তাঁদের প্রিয় গ্রামকে উন্মুক্ত শৌচবিহীন গ্রাম হিসেবে তুলে ধরে l
পরবর্তীকালে সেই নির্মলতাকে ধরে রাখতে বছরব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির বাস্তবায়ন লক্ষ্য করা যায় l বর্তমানে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের লক্ষ্যে এবং পচনশীল ও অপচনশীল বর্জ্য নিষ্কাশন এর ব্যবস্থাপনার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে l গ্রামের বাড়ী গুলিতে প্রচারের সাথে সাথে টোটো কিংবা গাড়ি গুলিতে স্টিকার লাগিয়ে সাধারণ মানুষকে স্বচ্ছতার বিষয়ে সচেতন করা হচ্ছে l গ্রাম পঞ্চায়েত এর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊