তিন দিন ধরে দুষ্কৃতিদের বোমা বিস্ফোরণ হামলায় আতঙ্কিত জিরানপুর  অঞ্চলের পানিমারা কুঠি গ্রাম। স্থানীয় সূত্র থেকে জানা যায় গত তিন ধরে পুলিশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে গভীর রাতে একদল দুস্কৃতি  এসে পানিমারা বাজারে বোমা ফাটাচ্ছে। এমনকি বিভিন্ন ধরনের শাসানি ও হুমকিও দিচ্ছে তারা এমনই অভিযোগ নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় ব্যক্তিদের। এমতাবস্থায় এলাকা বাসী ভীতসন্ত্রস্ত হয়ে পরেছে। প্রশাসন ঠুটো জগন্নাথ, সম্পূর্ণ নির্বাক।
বিগত কয়েকবছর থেকে পানিমারা বাজারে হয়ে আসা দুর্গা পুজোতেও উদ্যম হারিয়ে ফেলেছে পূজা কমিটি। এককথায় বাঙালির শ্রেষ্ঠ উৎসবে আনন্দহীন হয়ে পড়েছে সম্পূর্ন জিরানপুর অঞ্চল।