Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজিমুশ্বান ধর্মীয় জলসা অনুষ্ঠিত হল ওকড়াবাড়ীর দুঃখাভোলারকুঠিতে


আরিফ হোসেন, ওকড়াবাড়ী, ২৯শে সেপ্টেম্বর:
দিনহাটার ওকড়াবাড়ী অঞ্চলের দুঃখাভোলারকুঠি গ্রামে এদিন অনুষ্ঠিত হল জলসা। জানা যায়, গত ২৬শে সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও বৃষ্টিজনিত কারনে  পিছিয়ে এদিন করা হয়। মাদ্রাসা ইসলাহুল বানাত দুঃখাভোলারকুঠির পরিচালনায় এদিন এই বিশাল আজিমুশ্বান ধর্মীয় জলসা অনুষ্ঠিত হয় প্রায় রাত্রি ২টা পর্যন্ত। বৃষ্টি কোপ মারলেও মানুষকে হার মানাতে পারেনি। এদিন বিশেষ প্রধান বক্তা হিসেবে ছিলেন নদীয়া থেকে আগত হজরত মাওঃ আব্দুর রাজ্জাক সাহেব ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন হজরত হাফিজ ক্বারী নুরদ্দিন হোজায়ী সাহেব এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম থেকে আগত হজরত মাওঃ ইমান আলী সাহেব। এছাড়াও, উপস্থিত ছিলেন হজরত মাওলানা হাফিজ ক্বারী গোলাম মোস্তফা সাহেব ও হজরত মাওলানা মুফতি আব্দুর রসিদ সাহেব। এনাদের আলোচনায় জলসা ভরে ওঠে। মহিলাদের জন‍্য  বসবার আলাদা ব‍্যবস্থাও করা হয়। জলসাকে ঘিরে বসেছে দোকান। পুরো পরিবেশ যেন আনন্দমুখর। অধীর আগ্রহে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code