আরিফ হোসেন, ৬ সেপ্টেম্বরঃ গতকাল ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে নেতাজী ইনডোর স্টেডিয়ামে রাজ্যের ৪০ জন শিক্ষক- শিক্ষিকাকে শিক্ষারত্নে সম্মানিত করলেন রাজ্য সরকার। এই ৪০ জনের মধ্যে ৪জন মুর্শিদাবাদ জেলার। ২০১১ সালে কুতুবপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করেন মাহামাদুল হোসেন। মাত্র ৩ টি কক্ষ ও ২১০ জন শিক্ষার্থী নিয়েও কিভাবে সুষ্ঠুভাবে উন্নত শিক্ষাদান ও সকল কর্মকাণ্ড পরিচালনা করা যায় টা তিনি দেখিয়েছেন। ২০১৫ সালে জেলায় নির্মল বিদ্যালয় এবং ২০১৭ সালে রাজ্যে শিশুমিত্র পুরস্কার অর্জন করে। তিনি বিদ্যালয়ের পরিকাঠামো এমনভাবে সাজিয়েছেন ও ছাত্রছাত্রীদের এমনভাবে প্রস্তুত করেছেন যেকোনো মুহূর্তে যেকোনো কর্মসূচী পালন করা সম্ভব। তিনি একাধিক মেধাবী শিক্ষার্থীর উচ্চতর শিক্ষার ভার নীরবে গ্রহণ করেছেন। তিনি এই বিদ্যালয়ে জয়েন করার পর বিদ্যালয় প্রতিটি সরকারী ও সমাজ সংস্কারক মূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সাথে উন্নত পঠন পাঠন চলতে থাকে। এই পুরস্কার তার কাজের গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করেন মাহামাদুল হোসেন। জীববিদ্যায় স্নাতক মাহামাদুল হোসেন এর আগেও একাধিক পুরস্কার পেয়েছেন। শুধু শিক্ষকতাই নয় লেখালেখিতেও দারুন প্রতিভা রয়েছে এই শিক্ষারত্নের। তিনি কান্ডারী সাহিত্য পত্রিকার সভাপতি। প্রিয় শিক্ষক শিক্ষারত্ন পুরস্কার পাওয়ায় ছাত্রছাত্রীসহ অভিভাবক-অভিভাবকগন খুব খুশি।