Latest News

6/recent/ticker-posts

Ad Code

গাড়ির কাগজপত্র পরীক্ষা চলাকালীন দুর্ঘটনা, পুলিশের ওপর চড়াও আটিয়াবাড়ির জনতা





আরিফ হোসেন, আটিয়াবাড়ি, : দিনহাটাসহ পার্শ্ববর্তী কিছু জায়গায় প্রায়ই পুলিশ গাড়ির কাগজপত্র পরীক্ষা করে থাকে। বৃহস্পতিবার দিনহাটার আটিয়াবাড়িতে সন্ধ‍্যার দিকেই চলছিল কাগজ পত্র পরীক্ষা। হঠাৎ একটি মোটর সাইকেলে চারজন যাত্রী বোঝাই করে দিনহাটা যাওয়ার পথে পুলিশের মুখোমুখি হন। পুলিশ দাড় করানোর চেষ্টা  করলেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে দাড়িয়ে থাকা একটি লড়ির সাথে মুখোমুখি ধাক্কা দেয়। ফলে গাড়িতে থাকা আট-নয় বছরের একটি বাচ্চা ও চালক আহত হন। ঘটনায় চড়াও হয় আটিয়াবাড়ীর জনতা। এমনকই অনেকেই পুলিশের উপর হাত তোলার চেষ্টা  করে। পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে  । উপস্থিত  সাধারন মানুষ জানান, এই দুর্ঘটনায় পুলিশ ও লড়ির চালকের কোনো দোষ নেই। এরুপ উত্তেজনা দেখে তড়িঘড়ি লড়ি নিয়ে থানায় চলে যায় পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code