পুলিশের গাড়িতে করে দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে, বৃহস্পতিবার, তিহার জেলে যাওয়া ঠেকাতে আপ্রাণ চেষ্টা করেন তিনি এবং তাঁর আইনজীবীরা। আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন বিচারক, তার অর্থ সিবিআইয়ের সদর দফতরের গেস্ট হাউজ থেকে আগামী দু সপ্তাহ তাঁকে থাকতে হবে এশিয়ার বৃহত্তম জেলে। ১ নম্বর জেলের ৯ নম্বর ওয়ার্ডে রাখা হবে পি চিদাম্বরমকে। জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকায়, তাঁর আইনজীবী কপিল সিব্বলের দাবিতে মান্যতা দিয়ে, বিশেষ সুবিধা অনুমোদন করেছে সিবিআই আদালত।
আদালতের নির্দেশের পরেই, দিল্লি পুলিশের কনভয়ে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, ২১ অগস্ট গ্রেফতার হওয়ার পর থেকেই, তাঁর হেফাজতে সম্ভাবনার কথা চিন্তা করে প্রস্তুতি নেওয়া হয়েছে তিহার জেলে। পুলিশে ভ্যানে একা বসতে থাকতে দেখা গিয়েছে পি চিদাম্বরমকে, তারমাঝেই ভ্যানের দরজার ফাঁক দিয়ে হাসিমুখে সংবাদমাধ্যমের দিকে হাত নাড়ছিলেন তিনি।
পি চিদাম্বরমের বিরুদ্ধে, ২০১৭ এ অর্থমন্ত্রী হিসেবে নিজের পদের অপব্যবহার করার অভিযোগ তুলেছে সিবিআই, সেই সময় কার্তি চিদাম্বরমের অনুরোধে আইএনএক্স মিডিয়াকে বিদেশ লগ্নি পেতে সাহায্য করেন তিনি।
(সংবাদ একলব্য এই সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
(সংবাদ একলব্য এই সংবাদ সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊