Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফিরে আয় তুই- পুজোর গানের অ্যালবাম প্রকাশ

সংবাদদাতা , কোচবিহার :
দিনহাটার তরুণ প্রতিশ্রুতি বান শিল্পী অর্ণব বসুর একটি ভিডিও অ্যালবাম প্রকাশিত হলো আজ কোচবিহার প্রেস ক্লাবে । আধুনিক গানের এই ভিডিও অ্যালবামটি প্রকাশ করেন গীতিকার শুভাশিস দাশ ও সংগীত শিল্পী অপূর্ব অধিকারী ।
ইতি মধ্যেই অর্ণবের আরো গানের অ্যালবাম প্রকাশ পেয়েছে তবে এই প্রথম ওর ভিডিও গানের অ্যালবাম । গান গুলোর গীতিকার শুভাশিস দাশ অপূর্ব অধিকারী ও শিল্পী নিজে ।
গানের অ্যালবাম প্রকাশ করে শুভাশিস দাশ বলেন অর্ণবের এই অ্যালবামের গানগুলো শ্রোতাদের মুগ্ধ করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code