একদিকে  আসামের NRC এর জন্য ডিটেনশন ক্যাম্পে ১৯ লক্ষ মানুষের আশ্রয় এর কাহিনী অন্যদিকে  ভোটার কার্ডে মোবাইল নাম্বার নথিভুক্তকরণ- এই দুইয়ের মাঝে এ রাজ্যের আতঙ্কিত সাধারণ মানুষ। এমন সময় খাদ্যসাথী প্রকল্পে যে সমস্ত যোগ্য মানুষ এখনও খাদ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেননি তাদেরকে ডিজিটাল রেশন কার্ড প্রদানের আবেদন গ্রহণের জন্য বিশেষ শিবিরের আয়োজন করেছে রাজ্য সরকার। সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা ছড়িয়েছে ভোটার কার্ডে যেমন মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হবে, তেমনি রেশন কার্ডের জন্যও আবেদন করতে হবে- না হলে NRC থেকে বাঁচা যাবে না- যেতে হবে বাংলাদেশ।
মুখ্যমন্ত্রী সমসয় সীমা বাড়িয়ে দেওয়ার পরেও আজ ধলুয়াবাড়িতে রেশনকার্ডের সংশোধনের জন্য ব্যাপক জমায়েত ঘটে। এই ভীড়ে অসুস্থ হয়ে পড়েন একজন। তারপরেই একাধিক ক্ষোভ পুঞ্জিভূত হয়ে ব্যাপক আকার ধারণ করে। পথ অবরোধে সামিল হন সাধারণ মানুষ।
ছোরাব আলি জানান- এতো ভীরের মধ্যে মেয়েদের ইজ্জত বলে কিছু থাকে না, বুকের কাপড় পর্যন্তও ঠিক রাখতে পারে না।
এছাড়াও একাধিক অভিযোগে উত্তাল ধলুয়াবাড়ি- শুনুন ভিডিওতে-