Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর আগেই উচ্চপ্রাথমিক মামলার রায়! ধার্য হলো শুনানির দিন




পুজোর আগেই উচ্চপ্রাথমিক মামলার রায় ঘোষণার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। আজ কলকাতা হাইকোর্টে ছিল দীর্ঘ প্রতীক্ষিত উচ্চ প্রাথমিক মামলার শুনানি৷ দীর্ঘ শুনানি শেষে আদালতের তরফে আগামিকাল সাড়ে দশটা নাগাদ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে৷ সূত্রের খবর, মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করতে পারে কলকাতা হাইকোর্ট৷ পুজোর ছুটি পড়ে যাওয়ার আগেই উচ্চপ্রাথমিকের মামলার নিষ্পত্তি ঘটতে পারে বলেও মিলেছে ইঙ্গিত৷ মামলার নিষ্পত্তি ঘটানোর সূত্র ধরেই পুজোর আগে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে৷ একই সঙ্গে উচ্চ প্রাথমিকের ভেরিফিকেশন হওয়া প্রার্থীদের ইন্টারভিউ শেষ হতে চলেছে চলতি সপ্তাহের মধ্যে৷ আজ আদালতের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, পুজোর ছুটির আগেই চূড়ান্ত রায়ের সম্ভাবনা রয়েছে৷ 

গত ২০১৫ সালে ১৬ আগস্ট উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন৷ ২০১৬-র ১৪ সেপ্টেম্বর ফলাফল প্রকাশিত হয়৷ এর দু’বছর পর ২০১৮ সালে চাকরিপ্রার্থীদের তথ্য যাচাইয়ের জন্য তালিকা প্রকাশ করে কমিশন৷ এরপর ২০১৯-এ ফেব্রুয়ারি লাগাতার আন্দোলনের পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন৷ ভোটের মধ্যে তৃতীয় দফার ফেরিফিকেশন করার কথা কমিশনের তরফে জানানো হলেও তা করা সম্ভব হয়নি৷ ফলে, তা বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়৷ ভোটের পর ফেরিফিকেশন পর্ব মিটিয়ে ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু করে কমিশন৷ এরপরই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে দায়ের হয় মামলা৷ নিয়োগে স্থাগিতাদেশ দেয় আদালত৷ এখনও চলছে সেই মামলা৷

যদিও, এর আগেও কলকাতা হাইকোর্টের তরফে মেরিট লিস্ট প্রকাশের বিষয়ে কমিশনকে নির্দেশ দেওয়া হয়৷ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পাল্টা যুক্তি খাড়া করে কমিশন৷ এই নিয়ে মামলাকারীদের আইনজীবী তীব্র বিরোধিতা করেন৷ সওয়াল-জবাব শেষে কলকাতা হাইকোর্টের তরফে আগামীকাল ফের মামলার শুনানির দিন ধার্য করেছে৷ তবে, নিয়োগের উপর স্থগিতাদেশ এখনও তুলে নেয়য়নি আদালত৷


(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code