দীপ রায়ঃ
বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান আজ বর্ধমানের আসানসোল, বীরভূমের সিউড়ি এবং কুচবিহারের কুঁচবিহারে টিজিটি স্কেল ও কেরিয়ার এডভ্যান্সমেন্ট স্কিম এর দাবীতে প্রকাশ্য বিক্ষোভ প্রদর্শন ও সংশ্লিষ্ট ডি আই গন কে ডেপুটেশন কর্মসুচী সম্পাদন করে। প্রতিটি জেলায় শ'য়ে শ'য়ে গ্র্যাজুয়েট টিচার এই কর্মসূচী তে অংশগ্রহণ করেন। পশ্চিম বঙ্গের ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারদের টিজিটি স্কেলের দাবীতে সর্ব প্রথম রাস্তায় নেমে আন্দোলনে অংশ নিয়েছে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচারস এসোসিয়েশান বা বিজিটিএ। তাদের দাবী তারা এই সরকারের শিক্ষা মন্ত্রী তথা শিক্ষা দপ্তর, মুখ্যমন্ত্রী, অর্থ দপ্তর সহ প্রায় শিক্ষা সম্পর্কিত প্রতিটি দপ্তরে আবেদন নিবেদন করে ব্যার্থ হয়ে মহামান্য হাইকোর্টে মামলা দায়ের করেন। গত ২২ শে জুলাই হাইকোর্ট রিট অফ ম্যান্ডামাস জারি করে রাজ্যকে গ্র্যাজুয়েট টিচারদের বঞ্চনা দূর করতে নির্দেশ দেয়। এই মর্মে পে কমিশন বিজিটিএ'র প্রতিনিধিদের নিয়ে একটি হেয়ারিং ও করেন। কিন্তু শেষ পর্যন্ত সরকার আদালতের রায় না মেনে পে কমিশন বের করে। সেখানে দুর্ভাগ্যজনক ভাবে গ্র্যাজুয়েট টিচারদের ব্যাপারে কনো কথাই উল্লেখ করাই হয়নি। তারই প্রতিবাদে ও সাম্প্রতিক কালে জারী হওয়া ওয়েব বেসড স্টাফ প্যাটার্ন বাতিলের দাবীতে বিজিটিএ সারা রাজ্য ব্যাপি প্রতিবাদ কর্মসুচী চালিয়ে যাচ্ছে। আজকের এই আন্দোলন এমনই এক প্রতিবাদ কর্মসুচীর অংশ।
এই ব্যাপারে বিজিটিএ রাজ্য সম্পাদক শ্রী সৌরেন ভট্টাচার্য মহাশয় বলেন। "সরকার গ্র্যাজুয়েট টিচারদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।এমনিতেই গ্র্যাজুয়েট টিচার রা দীর্ঘ ২০-২২ বছর মারাত্মক ভাবে বঞ্চিত। তার উপর শিক্ষামন্ত্রীর আশ্বাস সত্ত্বেও হাই কোর্টের রায় কে উপেক্ষা করে পে কমিশন ঘোষণা করা হয়েছে,যেখানে সমসাময়িক একজন পিজিটি ও টিজিটি টিচারের প্রারম্ভিক বেসিকের পার্থক্য ৯২০০ টাকা যা সারা ভারতে ২৭০০ টাকা বা তার কম। 13(a) স্কেল ( ৯০০০-৪৫০০ গ্রেঃ পেঃ ৪৬০০) গ্র্যাজুয়েট টিচারদের হকের অধিকার। সরকারে এই অনমনীয় মনোভাব ও ইচ্ছাকৃত গ্র্যাজুয়েট টিচার বঞ্চনা আমরা মানব না। অবিলম্বে সরকার কে জিও বের করে এ ব্যাপারে পদক্ষেপ নিতেই হবে। না হলে সারা পশ্চিম বঙ্গ জুড়ে শিক্ষক বিদ্রোহের আগুন জ্বলবে। আর অবৈজ্ঞানিক এই স্টাফ প্যাটার্ন সিস্টেম ও আমরা কোনোভাবেই মানব না।"
আরও পড়ুন
টিজিটি স্কেল দেওয়া ও আপার প্রাইমারি স্টেটাস বাতিল করার দাবীতে
কোচবিহারে ডেপুটেশন BGTA এর
আরও পড়ুন
টিজিটি স্কেল দেওয়া ও আপার প্রাইমারি স্টেটাস বাতিল করার দাবীতে
কোচবিহারে ডেপুটেশন BGTA এর
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊