Latest News

6/recent/ticker-posts

Ad Code

উৎসবের প্রাকমুহুর্তে দুঃস্থদের বস্ত্র বিতরণে নক্ষত্র

সংবাদ একলব্য, 30 সেপ্টেম্বর: 
বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দীর্ঘ এক বছরের প্রতীক্ষার পর সব্বাই নতুন সাজে মেতে ওঠে পুজোর চারদিন। কিন্তু সমাজের সেইসব দুঃস্থদের কথা ভাবে কয়জন? এই ভাবনাতেই বছর দুয়েক আগে দিনহাটার নক্ষত্র সঙ্ঘের সদস্যরা সম্পুর্ন নিজেদের প্রচেষ্টায় শুরু করে দুঃস্থদের বস্ত্র বিতরণ যা তাঁদের ভাষায় 'নক্ষত্র আনন্দ উৎসব'। দুই বছরে আজ যা কলেবরে অনেকটাই বেড়েছে।
    বিগত বছরের মতো এবারও তাঁরা এই মহৎ উদ্যোগে সমানভাবে উৎসাহী। যদিও যাঁর হাত ধরে তাঁরা এই মহৎ কাজে নামে সেই নক্ষত্র এর প্রাক্তন সভাপতি স্বর্গীয় অরূপ কর এর অকাল মৃত্যতে তারা সকলেই বিষণ্ন ছিলো। তাঁর স্মৃতিতে মাল্যদান করেই আজকের অনুষ্ঠানের সূচনা করা হয়। আজও প্রায় ১০০ জনের অধিক দুঃস্থদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন এলাকারই কয়েকজন বয়স্ক নাগরিক। সঙ্ঘের তরফে জানানো হয় তাঁরা এই প্রচেষ্টা চালিয়ে যাবে প্রতি বছর, স্বর্গীয় অরূপ বাবুর স্বপ্নকে নিয়ে যাবে সফলতার শীর্ষে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code