Sangbad Ekalavya:
গতকাল ৫ই সেপ্টেম্বর  শিক্ষক দিবস খুব যত্ন সহকারে পালিত হল সাহেবগঞ্জ মডেল স্কুলে। বিদ্যালয়ের সমস্ত ছাত্র/ছাত্রীদের সামনে শিক্ষক দিবস সম্পর্কে  বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ শিক্ষক  উদয় পাল ও কৌশিক চক্রবর্তী  ও সহ শিক্ষিকা দীপমালা বর্মন। সবশেষে  বিদ্যালয়ের প্রধান শিক্ষক  দানিয়েল ইসলাম শিক্ষক  দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করে অনুষ্ঠানের কর্মসূচি ও তার অনুমতি দেব। এই বিশেষ দিনে বিদ্যালয়ের  প্রধান শিক্ষক বারবার  তুলে ধরেন যে, শিক্ষকরা হচ্ছে সমাজের মেরুদণ্ড আর ছাত্র/ছাত্রীরা হচ্ছে দেশের ভবিষ্যৎ।  এর পড়ে ছাত্র/ছাত্রী ও উপস্থিত অভিভাবক/অভিভাবিকাদের মিষ্টিমুখ করানো হয়। বিদ্যালয়ের সমস্ত ছাত্র/ছাত্রী শিক্ষক/শিক্ষিকাদের  উপহার তুলে দেয়।এছাড়াও  শিক্ষক দিবস পালনের সাথে সাথে বিদ্যালয়ে নৃত্য পরিবেশন করা হয়।