সংবাদ একলব্য, ৬ সেপ্টেম্বর:
গতকাল শিক্ষক দিবস, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। এই দিনটি নিগমনগর শিশুতীর্থ একটু ভিন্ন স্বাদে উদযাপন করলো। ছাত্রদের মধ্যে সমাজ গড়ার মূল দায়িত্ব শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ করবার জন্য ছাত্র-ছাত্রীদের দিয়ে বিভিন্ন ক্লাসে পঠন-পাঠনের ব্যবস্থা করেছিল।
ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেকে আজ শিক্ষকের ভূমিকা পালন করবার জন্য আনন্দিত ছিল এবং সকলেই উৎসাহ সহকারে পাঠদান সম্পূর্ণ করে।
তার সাথে সাথে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের প্রতিকৃতিতে পুষ্প নিবেদনের মাধ্যমে ও এই মহৎ দার্শনিক এর আত্মজীবনী নিয়ে আলোচনা করা হয়। পরিশেষে সকল ছাত্র-ছাত্রী ও বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল শিক্ষক-শিক্ষিকা কে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান শিক্ষক শ্রী অমরেন্দ্র দেবনাথ মহাশয় বলেন আজকের এই অনুষ্ঠান শিশুদের মধ্যে দায়িত্ববোধ গড়ে তুলবে ও সমাজ গড়ার কারিগর হিসেবে নিজেকে তুলে ধরতে সাহায্য করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊