Latest News

6/recent/ticker-posts

Ad Code

NRC-সচেতনতামূলক সমাবেশের প্রস্তুতি ও উত্তরবঙ্গ নস্যসেখ উন্নয়ন মঞ্চের অঞ্চল কমিটি গঠন

আনারুল ইসলাম প্রামাণিক,চ্যাংরাবান্ধা, ৬ই সেপ্টেম্বরঃ 
আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত এলাকায় নস্যসেখ উন্নয়ন মঞ্চের কমিটি গঠন ও সাংগঠনিক বর্ধিত আলোচনা  সভা হয়। সভায় কোচবিহার জেলার সাধারণ সম্পাদক সাহিন আলী সরকারের নেতৃত্বে চ্যাংরাবান্ধা অঞ্চল  কমিটি গঠন হয় যার সভাপতি সামিম আক্তার  সহ সভাপতি সামিম ইসলাম  সহ মোট ৩১ জনের এক টি কমিটি গঠন করা হয়।কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ জানান  আমরা সমগ্র নস্যসেখ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নের স্বার্থে পৃথক নস্যসেখ উন্নয়ন পর্ষদ গঠনের দাবিতে এই আন্দোলন করে চলছি।সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন হাজি ইব্রাহীম হোসেন, সামিম ইসলাম, বিশিষ্ট শিক্ষক এ আর আলম সরকার, আব্দুল ওয়াহাব  (ধৌলু)প্রমুখ। 
রাজবংশী, নস্য-শেখ শেরশাবাদীসহ  সকল ভূমিপুত্র জনজাতিকে মুলনিবাসী ঘোষণার দাবি এবং NRC বিষয়ে সচেতনতার জন্য ইতিমধ্যেই উত্তর বঙ্গ জুড়ে বিভিন্ন অঞ্চলে আমাদের সচেতনা মূলক বিভিন্ন কর্মসূচি  চলছে।  যেখানে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের বহু নেতৃত্বেদের নিয়ে প্রত্যেকটি জেলায় এই আন্দোলন আরও জোরদার করার সিধান্ত হয় বলে আজাদ বাবু জানান। সেই সঙ্গে এদিন হলদিবাড়ি ব্লকের সভাপতি হিসেবে নতুন দায়িত্ব পায় আবুল কালাম সরকার  ও স্বাধারণ সম্পাদক হিসেবে নুর সরকার কে মনোনীত করা হয়। আজকের এই সভায় মেখলিগঞ্জ ব্লক উন্নয়ন আধিকারিক এর নিকট আগামী ১৩ই সেপ্টেম্বর এক গনডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code