ছেলেধরা গুজব সম্পর্কে বিজ্ঞপ্তি জারী করলো দিনহাটা ২ নং ব্লক 


সংবাদ একলব্য, ৬ সেপ্টেম্বরঃ অবশেষে 'ছেলেধরা' গুজব নিয়ে হুঁশ ফিরলও প্রশাসনের। দিনহাটা বিশেষ করে দিনহাটা ২নং ব্লকে বর্তমান সময়ে একটি আতঙ্কের বিষয় 'ছেলেধরা'- যা নিয়ে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে নানান গুজব। আর এই গুজবের ফলে নিরীহ ফেরিওয়ালা থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গণরোষের শিকার হয়েছেন ইতিমধ্যে। কিন্তু এই গুজবের পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা এখনও অধরা। প্রশাসনও নিরব ভূমিকায়। 
তবে গতকাল দিনহাটা ২নং ব্লকের  সমষ্টি উন্নয়ন আধিকারিক একটি বিজ্ঞপ্তি জারী করেন। ২ নং ব্লকের প্রতিটি গ্রামপঞ্চায়েত প্রধান কে তিনি অনুরোধ করেন-  "দিনহাটা-২নং ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত খবর অনুযায়ী বােঝা যাচ্ছে সম্প্রতি ছেলেধরা” সম্পর্কে একটি গুজব ছড়িয়েছে, যাতে বাবা-মা ও তাদের বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছে ও বাচ্চাদের নিয়ে চিন্তিত। এমতাবস্থায় আপনাকে জানানাে যাচ্ছে যে বিষয়টি সম্পর্কে কাছাকাছি পুলিশ থানায় যােগাযােগ করা এবং এটা যে নিতান্তই গুজব সে ব্যাপারে আপনার এলাকায় ব্যাপক প্রচারের জন্য অনুরােধ করা হচ্ছে। ' সেই সাথে এলাকাবাসীকে অহেতুক চিন্তিত হতে না করেছেন।