বর্তমান সময়ে যেখানে রাজ্যে রাজনৈতিক দলবদল যেন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। এমন সময় সোশ্যাল মিডিয়ায় 'খড় কুটো' নামে একটি ফেসবুক পেজের ছবি রিতিমত ভাইরাল। 2k শেয়ার পেয়েছে পোস্টটি। ছবিটিতে অসুরের কপালে একটি তিন শাখা বিশিষ্ট ফুলের নক্সা আঁকা রয়েছে। আর ভাইরাল হওয়ার কারন এই নক্সা। নক্সাটি অনেকটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জড়া ফুলের মতন দেখতে। 
ছবিটি পোস্ট হয়েছে গতকাল। সংবাদ লেখার সময় পোস্টটি মাত্র ১১ ঘন্টা সময় অতিক্রম করেই রীতিমত ভাইরাল। দেখেনিন পোস্টটি-