সারা জীবন অতিতের ভালো স্মৃতি মনে রেখেই মানুষ পথ চলে। মনের এক কোণে সব সময় ঘাপটি মেরে বসে থাকে প্রিয় এই সময়টা। অতিতের বন্ধনটাই এমন। এই বন্ধনের মধ্যেই মনে ভাসে ফেলে আসা স্বপ্নেরা। বর্তমান চিরদিন ফেলে আসা স্বপ্নগুলোকে যেনো দুহাত বাড়িয়ে ডাকে। এমনই এক অতিতের ভালোবাসার স্মৃতি নিয়ে প্রকাশিত হল 'আদুরে আলাপ' এবং 'নতুন আবেশে' গানের অ্যালবাম। 
গতকাল কলকাতা প্রেস ক্লাবে এঞ্জেল ডিজিটাল ইউটিউব চ্যানেলে এই দুটি গানের অ্যালবাম প্রকাশিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সুজয় ভৌমিক, পিলু ভট্টাচার্য,  এঞ্জেল ডিজিটালের মুখ্য সচিব সুমিত পাল। 
দেবজিত দত্তের আদুরে আলাপ অ্যালবামের লিরিক দিয়েছেন পীযুষ দাস, সম্পাদনা ও পরিচালনা করেছেন পরন্তপ মুখার্জি, অভিনয় করেছেন- রিয়াঙ্কা রুদ্র এবং শ্রীকান্ত ।
প্রাজ্ঞ দত্তের 'নতুন আবেশে' অ্যালবামের লিরিক দিয়েছেন প্রাজ্ঞ দত্ত নিজে,  পরিচালনা করেছেন পরান্তপ মুখার্জি, অভিনয় করেছেন- কস্তুরি, রুদ্র এবং শ্রীকান্ত। 

গানটি শুনতে ক্লিক করুন নীচের ভিডিও লিঙ্কে-