Sangbad Ekalavya:
পিএসসিতে দুর্নীতির বিরুদ্ধ লাগাতার বিক্ষোভ দেখিয়ে জেলে যেতে হয়েছিল ১৩ চাকরিপ্রার্থীকে৷ এর আগে দুর্নীতির অভিযোগ তুলে চাকরির দাবিতে পিএসএসি ভবনের সামনে বিক্ষোভ দেখান ইঞ্জিনিয়ারিং পাশ চাকরিপ্রার্থীরা৷ অবস্থান বিক্ষোভের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা৷ শয়ে শয়ে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান৷
জানা গিয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষার নোটিস হয় ২০১৭-তে। গত বছর জানুয়ারি পর্যন্ত ফর্ম ফিলআপ হয়। তারপর ১৮ ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়। ওই বছর ২৫ নভেম্বরে পরীক্ষা হয়। ডিসেম্বরে ভাইভা হয়। গত ১৭ জুন ইলেকট্রিকালের রেজাল্ট বেরলে দেখা যায় ২০৫৩ জন পাশ করেছেন। মাত্র ১২০জনকে এই ২০৫৩ জনের মধ্যে নিয়োগ করা হয়েছে। সাধারণত শূন্যপদ অনুযায়ী ইন্টারভিউতে ডাকা হয়। একটা পদের জন্য তিনজনকে ডাকা হয়। সাধারণত শূন্যপদ থাকলেই পরীক্ষা হয়। তাহলে মাত্র ১২০জনকে নিয়োগ করল, বাকিদের কী হবে? শূন্যপদগুলি কোথায় গেল? বিসিএস, ফায়ার অপারেটর, ফুড সার্ভিস সবেতেই দুর্নীতি।
আইনি ব্যবস্থা নেওয়া হলেও মেলেনি সমাধান৷ এমনকি ‘দিদি’কে বলেও মেলেনি সমাধান৷ তাই আজ নিজেদের দাবি-দাওয়া প্রকাশ করতে পোশাক খুলে রাজপথে নেমে বিক্ষোভ দেখালেন কয়েক হাজার ইঞ্জিনিয়ার চাকরিপ্রার্থী৷ আজ বেলা ১২টা নাগাদ শিয়ালদা বিগবাজার জমায়েত করেন তাঁরা৷ সেখান থেকে মিছিল করে ধর্মতলায় মিছিল করে অবস্থান বিক্ষোভ দেখান তাঁরা৷ নিজেদের পোশাক খুলে কার্যত অর্ধনগ্ন অবস্থায় রাজপথে মিছিল মিছিলে হাঁটেন জুনিয়ার ইঞ্জিনিয়ারের একাংশ৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊