Sangbad Ekalavya:
ভ্রাম্যমান প্রাণী  চিকিৎসা শিবির অনুষ্ঠিত হল নাজিরগঞ্জ বুথে। পশ্চিমবঙ্গ সরকার ও রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার যৌথ উদ্দ্যোগে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামাঞ্চলের এলাকাগুলোতে  এই শিবির প্রতিদিনই অনূষ্ঠিত হয়। এই শিবিরে বিনামুল্যে সমস্ত ধরনের গরু, ছাগল, হাস, মুরগি ইত্যাদির চিকিৎসা  সরকারি চিকিৎসক  দিয়ে করানো হয় এবং সেখানে বিনামুল্যে ওষুধের ব্যাবস্থা করা হয়।