প্রশ্নোত্তরে বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির ইতিহাস 
প্রথম অধ্যায় 
বাংলা গানের ইতিহাস 

বহু নির্বাচনি প্রশ্ন ও উত্তর 


১) ‘চর্যাচর্যবিনিশ্চয়’ গ্রন্থে চর্যাগানের মোট সংখ্যা – ক) ৪১ খ) ৪৯ গ) ৫১ ঘ) ৫২ 
২) চর্যার যুগে সঙ্গীতে কয়টি অঙ্গ দেখা যায় ?- ক) ৪ টি খ) ৫ টি গ) ৬ টি ঘ) ৭ টি 
৩) শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলি রাগ রাগিণীর ব্যবহার দেখা যায় ? – ক)২৯ টি খ) ৩০ টি গ) ৩২ টি ঘ) ৩৩ টি 
৪) মঙ্গলকাব্য গুলি গাওয়া হোতো কোন লৌকিক ছন্দে ?- ক)পাঁচালী ছন্দে খ) তোটক ছন্দে গ) লাচাড়ি ছন্দে ঘ) মল্লার ছন্দে 
৫) মঙ্গলকাব্য গুলি কতদিন ধরে গাওয়া হোত ? –ক) ৬ দিন খ) ৭ দিন গ) ৮ দিন ঘ) ৯ দিন 
৬) মনসাগীতি রাঢ় বঙ্গে কী নামে পরিচিত ? – ক) সাইটোল খ) ভাসান গ) ঝাপান ঘ) রয়ানী 
৭) মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত ? – ক) সাইটোল খ) ঝাপান গ) ভাসান ঘ) রয়ানী 
৮) মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত ?- ক) সাইটোল খ) ঝাপান গ) রয়ানী ঘ) ভাসান 
৯) মনসাগীতি উত্তরবঙ্গে কী নামে পরিচিত ? ক) ঝাপান খ) ঝাপান গ) সাইটোল বিষহরীর গান ঘ) রয়ানী 
১০) শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে ? ক) কমলাকান্ত খ) রামকান্ত গ) রামপ্রসাদ ঘ) চন্ডীদাস 
১১) ‘কবিরঞ্জন’ কার উপাধি ? ক) কমলাকান্ত খ) রামকান্ত গ) রামপ্রসাদ ঘ) চন্ডীদাস 
১২) একজন আখড়াই গানের শিল্পী হলেন – ক) রামপ্রসাদ খ) রামকান্ত গ) রামনিধি গুপ্ত ঘ) চন্ডীদাস 
১৩) ‘ঠুংরি’ গানের প্রবর্তক হলেন – ক) আকবর খ) সিরাজ উদ্‌ দৌল্লা গ) নবাব ওয়াজেদ আলি শাহ ঘ) শাহজাহান 
১৪) পাঁচালী ও কথকতারীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল – ক) যাত্রা খ) নাটক গ) ঢপ কীর্তন ঘ) পালা কীর্তন 
১৫) ঊনবিংশ শতকের কলকাত্তাই বাবু সংস্কৃতির একটি বিশিষ্ট প্রকাশ ঘটেছিল – ক) কীর্তন গানে খ) যাত্রা গানে গ) পক্ষী দলের গানে ঘ) সাইটোল বিষহরীর গানে 
১৬) পক্ষী দলের সবচেয়ে বিখ্যাত সদস্য বা গায়ক ছিলেন – ক) খ) রামকান্ত খ) রামপ্রসাদ গ) রূপচাঁদ পক্ষী বা গৌরহরি দাস মহাপাত্র ঘ) চন্ডীদাস 
১৭) সঙ্গীত শিল্পী মান্না দের প্রকৃত নাম কী ? – ক) শ্যামাপ্রসাদ দে খ) সুবোধ চন্দ্র দে গ) প্রবোধ চন্দ্র দে ঘ) অখিল চন্দ্র দে 
১৮) বিখ্যাত সঙ্গীত শিল্পী কিশোর কুমারের প্রকৃত নাম কী ? – ক) শ্যামল প্রসাদ গাঙ্গুলি খ) কৈলাশ বন্দ্যোপাধ্যায় গ) আভাস কুমার গঙ্গোপাধ্যায় ঘ) জীবন কুমার চক্রবর্তী 
১৯) ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী’ গানটি কার লেখা ?–ক) সিরাজ খান খ) নজরুল ইসলাম গ) আব্দুল গফ্‌ফর চৌধুরী ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর 
২০) বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি ?–ক) কালপুরুষ খ) চন্দ্রবিন্দু গ) মহীনের ঘোড়াগুলি ঘ) চন্দ্রবিন্দু 
২১) ভাওয়াইয়া গানের বাদকদের কী নামে ডাকা হয় ?–ক) কবিয়াল খ) বাউল গ) বাউদিয়া ঘ) মৈষাল 
২২) ভাওয়াইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম হল–ক) তবল খ) সারিন্দা গ) দোতারা ঘ) খোল 
২৩) জারিগানের ‘জারি’ শব্দের অর্থ কী?-ক) হাসি খ) পাগলামি গ)ক্রন্দন ঘ) ভবঘুরে 
২৪) বাংলা সঙ্গীতের রাগরাগিণীর সূত্রপাত ঘটে–ক) ঋগবেদে খ) মঙ্গলকাব্যে গ) চর্যাগীতে ঘ) শ্রীকৃষ্ণ কীর্তনে 
২৫) নীচের কোন ব্যাক্তি চর্যাগানের রচয়িতা–ক) বড়ু চন্ডীদাস খ) রবীন্দ্রনাথ ঠাকুর গ) লুই পা ঘ) বিদ্যাপতি 
২৬) ‘কীর্তন গান’ কথাটির অর্থ–ক) কৃতিত্বের কথা খ) ক্রিয়াকর্মের কথা গ) যশোগাথা ঘ) কীর্তিকথা 
২৭) কমলাকান্ত ভট্টাচার্য কোন্‌ গানের রচয়িতা ?– ক) মঙ্গল গীতি খ) লোকগীতি গ) শাক্তগীতি ঘ) বাউলগীতি 
২৮) দাশরথি রায় যে ধারার গানের রচয়িতা– ক) গম্ভীরা খ) টপ্পা গ) পাঁচালী ঘ) ভাওয়াইয়া 
২৯) ‘গম্ভীরা’ মূলত কোন জেলার গান ?– ক) কোচবিহার খ) জলপাইগুড়ি গ) মালদহ ঘ) দার্জিলিং 
৩০) ‘ঝুমুর’ কী ধরনের গান ?–ক) ভক্তিগীতি খ) কীর্তন গ) লোকগীতি ঘ) বাউল গীতি



প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো, আগামী পর্বে উত্তর বলে দেব।
(ক্রমশ)