চন্দ্রযান-২-এর ল্যান্ডার ‘বিক্রম'-এর সঙ্গে এখনও যোগাযোগ করতে পারেনি ইসরো (ISRO)। শনিবার ইসরোর চেয়ারম্যান কে শিভান একথা জানালেন। গত ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে আলতো করে নামার প্রচেষ্টা করেছিল ‘বিক্রম'। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এই শনিবারই ছিল তার সঙ্গে যোগাযোগ করতে পারার ‘ডেডলাইন'। কেননা ১৪ দিন ছিল এই মিশনের সময়সীমা। কে শিভান সংবাদমাধ্যমকে জানান, ‘‘চন্দ্রযান-২-এর অর্বিটার ভালই কাজ করছে। ওই অর্বিটারে আটটি যন্ত্র রয়েছে। প্রত্যেকটি ঠিক ভাবে কাজ করছে, যা তার করার কথা। কিন্তু আমরা ল্যান্ডারের সঙ্গে কোনও যোগাযোগ করে উঠতে পারিনি।''
তিনি আরও বলেন, ‘‘আমরা বোঝার চেষ্টা করছি ল্যান্ডারের কী হয়েছে। আমাদের পরের মিশন গগনযান ।''
চন্দ্রযান-২ মিশন ৯৮ শতাংশ সফল, একথা জানিয়ে তিনি বলেন, ‘‘দু'টি বিষয়ের পরিপ্রেক্ষিতে আমরা বলছি চন্দ্রযান-২ ৯৮ শতাংশ সফল। এক, বিজ্ঞান এবং অন্যটা হল প্রযুক্তি প্রদর্শন। প্রযুক্তি প্রদর্শনে সাফল্যের শতকরা হার পুরোপুরি।''
আইআইটি-ভুবনেশ্বরে অষ্টম সমাবর্তন উৎসবে যোগ দিতে যাওয়ার আগে তিনি একথা জানান। তিনি এও বলেন, ইসরো ২০২০-তে আরও একটি চান্দ্র অভিযান চালাবে।
চাঁদে সঠিক ভাবে অবতরণ করতে পারলে ভারত হত বিশ্বের চতুর্থ দেশ। রাশিয়া, আমেরিকা ও চিন এই কৃতিত্ব অর্জন করেছে। কিন্তু চন্দ্রাবতরণের কয়েক মিনিট আগে থেকে চন্দ্রযান-২-র ল্যান্ডার ‘বিক্রম'-এর সঙ্গে ইসরোর সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূর্যের আলো না থাকার ফলে ল্যান্ডারের পক্ষে নিজে থেকে শক্তি উৎপন্ন করা সম্ভব নয় বলে ইসরো আগেই জানিয়েছিল। রাতের বেলা চাঁদের তাপমাত্রা নেমে যায় -২০০ ডিগ্রিতে। ওই তাপমাত্রায় ল্যান্ডারের যন্ত্রপাতি জমে যায়।
বৃহস্পতিবার ইসরো টুইটে জানায়, ইসরো ও জাতীয় পর্যায়ের শিক্ষাবিদদের মধ্যে পর্যালোচনা করা হবে কেন ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে গেল। সেই সঙ্গে এও জানানো হয় যে, চন্দ্রযান-২-এর অর্বিটার ঠিকমতো কাজ করছে।
(সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজফিড থেকে সংগৃহীত)
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊