Latest News

6/recent/ticker-posts

Ad Code

পড়তে এসেছি আমি-সুব্রত মিত্র


পড়তে এসেছি আমি
সুব্রত মিত্র



ছ্যাঁকা খেয়ে একা হই ; বেঁকা হয়ে পড়ি বই
জ্ঞানীদের ভিড়ে পকেটে লয়ে শুকনো চিড়ে
লাষ্ট বেঞ্চের কোণে গিয়ে পেছনে পরে রই ।


বিছানায় রেখোনা ভিজে কাঁথা
কোমড়ে আমার বড্ডো ব্যাথা ,


বিশ্ববিদ্যালয়ে হয় হিংস্র প্রলয়
নিরপেক্ষ প্রতিভারা প্রাণনাশের আশঙ্কায় ,


জ্যোতি দাদুর বাণী ; আমরাতো জানি
শ্রদ্ধেয় বুদ্ধ ; চাননিতো যুদ্ধ


তবে কেন কাল হলো জানাজানি
অশুভ তান্ডব এত হানাহানি ?


এতো আদরের হাতে লেখা
স্নেহের ইতিহাস আমাদের বঙ্গ ,
এখানে মানায় না এত রঙ্গ ।



শিক্ষার লাগি ভিক্ষা করো
ঘুমের ঘোরেও স্বপ্নে ছুঁয়োনা
ধ্বংসলীলার মানবগ্রাসী ঘ্রান ,
ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা যদি থামে এখন
জীবনভর কাঁদবে ; তবে পাবে অপমান ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code