জেন্নাত হোসেন, নিগমনগরঃ
গতকাল নবীন বরণ এবং প্রবীন বিদায় অনুষ্ঠান পালিত হল নিগমানন্দ শিক্ষা নিকেতন গভঃ স্পনসরড পিটিটিআই কলেজে। . কলেজের ছাত্র ছাত্রীদ্রর দ্বারা পরিচালিত হয়েছে নাটক, গান আবৃত্তি ও নৃত্য। প্রিন্সিপাল শ্রী দুলাল চন্দ্র রায় প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তিতে সংগীত ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊