আরিফ হোসেন, ২১শে সেপ্টেম্বর:

ইনস্টিটিউট অফ ব‍্যাংকিং ব‍্যক্তিগত সিলেকশন IBPS CRP CLERK IX এর ১২০৭৫ শূন‍্যপদে নিয়োগের আবেদন শুরু হয়েছে। IBPS CRP CLERK IX এর আবেদন করার আগে জেনে নিন বিস্তারিত--
আবেদন শুরু : ১৭ই সেপ্টেম্ব‍র, ২০১৯
আবেদন শেষ: ৯ই অক্টোবর, ২০১৯
মোট শূন‍্যপদ: ১২০৭৫
অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন। আবেদনের জন‍্য সমস্ত ডাটা, একটা ছবি ও স্বাক্ষর লাগবে। বয়স হতে হবে ১-১-১৯ হিসেবে ২০ থেকে ২৮ বছর। ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হলেই আবেদন করতে পারেন। অনলাইন আবেদনের সময় ফি বাবদ জেনারেল ৬০০ টাকা ও এস সি/এস টি/ পি এইচ ১০০ টাকা। এই পদে নিয়োগের জন‍্য প্রথমে প্রিলি এরপর মেইন তারপর পার্সোনালিটি টেস্ট। প্রিলি হবে সম্ভাব‍্য ডিসেম্বর ২০১৯ এ ও মেইনস জানুয়ারী তে। আরো বিস্তারিত জানতে নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করুন---
NOTICE

IBPS CRP CLERK IX এ আবেদনের জন‍্য নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারেন----

CLICK HERE