Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছেলের জন্মদিনে বাবার সেরা উপহার

সংবাদ একলব্যঃ






ছেলের নাম রিয়ান। আদর করে সবাই ডাকে টিনটিন। আজ তার তৃতীয় জন্মদিন। আর ছেলের জন্মদিনে বাবা রতন সাহা রক্ত দান করে দিনটিকে স্মরণীয় করলেন। ঘটনাটি দিনহাটার। রতন সাহা একজন বিশিষ্ট পরিবেশ প্রেমি ও সমাজ সেবক। তিনি জানিয়েছেন-"ছেলেকে জন্মদিনের উপহার হিসেবে দিনহাটা ব্লাড ব্যাঙ্কে রক্ত দান করলাম। ও এখন তিন আমি ৩২। আগামী ১৫ বছর এভাবেই একিভাবে এই দিনটাতে আমি রক্ত দান করবো। ছেলের যখন ১৮ হবে, বাপ ছেলেতে মিলে সেদিন থেকে একসাথে রক্তদান করবো। ছেলেকে সামাজিক বোধের শিক্ষাগুলো এভাবেই দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো যতোদিন থাকবো।"
তিনি আরও জানান-আড়ম্বরপূর্ণ জীবনের বাইরেও যে  একটা সামাজিক জীবন আছে সেই পাঠ আমরা বাবা মা ওকে দিয়ে যেতে চাই। আজকে দুপুরে  রিয়ান ওর মা র সাথে গেছিলো বড়নাচিনাতে, ওখানে ওর কয়েকটা বন্ধু হয়েছে। ওরা তথাকথিত গরীব ঘরের ছেলেমেয়ে। ওদের সাথে উদযাপন করেছে ওর জন্মদিনটা। টিনটিন ভীষণ খুশি তাতে। ওর ইচ্ছাতেই এই কাজ। জয়, বল্টু, পাখি, সরিফরাও টিনটিন কে পেয়ে বেজায় খুশি।" 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code