Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগরে দিবা রাত্রি ফুটবল


সংবাদ একলব্য, 16সেপ্টেম্বর :
নিগমনগর নিগমানন্দ ফুটবল একাডেমির আয়োজনে দিবা রাত্রি নক আউট ফুটবল টুর্নামেন্টর চলছে নিগমনগর হাইস্কুলের মাঠে l মাতালহাট, বাসন্তীরহাট, খেরবাড়ীহাট, বামনহাট, গোসানীমারি, দিনহাটার বিভিন্ন প্রান্ত থেকে ষোলোটি দলের মধ্যে চলছে এই প্রতিযোগিতা l দিবা রাত্রি খেলায় ভিড় চোখে পড়ার মতো l খেলার আয়োজক কমিটির উদ্দেশ্য ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তোলা ও গ্রামীণ প্রতিভাকে তুলে ধরা l ফুটবল খেলার এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকার ক্রীড়াপ্রেমীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code