Latest News

6/recent/ticker-posts

Ad Code

দেবাশিষের পাশে দাঁড়ানোর আর্জি

 





বিশ্বজিৎ বর্মন:-
দিনহাটার সাহেবগঞ্জ রোডের 13নং ওয়ার্ডের এক দরিদ্র পরিবারের ছেলে দেবাশিষ সাহা , পিতা কিশোরী মোহন সাহা এক কঠিন রোগের সম্মুখীন হয়েছে।দেবাশিষ জানিয়েছে যে, গত 17 ই সেপ্টেম্বর 2016 তারিখে তার টোটো গাড়ীর সঙ্গে অ্যাক্সিডেন্টে ডান পা ভেঙে যায়। এরপর দীর্ঘ দুই মাস ধরে কোচবিহারে চিকিৎসা করার পর তাতে কোন লাভ না হওয়ায় গত 2 ই জানুয়ারী 2017 তারিখে পাটনার PARAS HMRI HOSPITAL এ পরপর চারবার অপারেশন করা হয়।দেবাশিষ আরো জানিয়েছে এই বিপুল পরিমাণ অর্থের বেশীরভাগ টাকাই তার বন্ধু বান্ধব , পাড়াপড়শী , নিকট আত্মীয় ও তার সম্মানীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়েরা সাহায্য করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 16ই জুলাই তার মেডিক্যাল চেক্ আপে ধরা পড়ে তার পায়ের তিন নম্বর স্ক্রু টা খুলে গেছে এবং ডাক্তারেরা জানিয়েছেন, যত তারাতারি সম্ভব স্ক্রু খুলে যাওয়ার দরুন পায়ে লাগানো রড খুলে ফেলতে হবে। এই অপারেশনের জন্য তার প্রচুর অর্থের প্রয়োজন । এই অর্থ তার পরিবারের পক্ষে জোগার করা অসম্ভব হয়ে পড়েছে।তাই দেবাশিষ ও তার বাবা সুসমাজের সকলের কাছেই সাহায্য প্রার্থনা করছেন।
সাহায্যের জন্য তার নিজস্ব অ্যাকাউন্ট নম্বর দেওয়া হল:-

NAME - DEBASISH SAHA
A/C NO- 32573596727
IFSC CODE- SBIN0000209


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code