প্রতিদিন ৫০ বা ১০০ টাকা করে জমিয়ে কী বড় কোনও সেভিংস করা যেতে পারে ? অনেকের মনেই এই প্রশ্ন এসে থাকে । দেখে নিন ছোট ছোট সেভিংস করে কীভাবে বানাবেন বড় ফান্ড । ছোট অ্যামাউন্ট সেভিংস করে সেটি পাবলিক প্রোভিডেন্ট ফান্ড ইনভেস্ট করতে পারবেন । প্রতিদিন মাত্র ২০০ টাকা করে বাঁচিয়ে এই স্কিমের মাধ্যমে ২০ বছরে ৩৫ লক্ষ টাকার মালিক হয়ে যেতে পারবেন ।
পিপিএফ স্কিমে যে সুদ মিলবে তাতে আপনাকে ট্যাক্স দিতে হবে না । এতে নমিনির সুবিধাও মিলবে । এই অ্যাকাউন্ট পোস্ট অফিস ও ব্যাঙ্কের নির্দিষ্ট শাখায় ১৫ বছরের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন যা আরও ৫ বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে ।
মাত্র ১০০ টাকা দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন । কিন্তু একটি আর্থিক বছরে কমপক্ষে ৫০০ টাকা ইনভেস্ট করা বাধ্যতামূলক । বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন । এই অ্যাকাউন্টে সময় সময়ে সুদের হার পরিবর্তন করা হয় । বর্তমানে এই অ্যাকাউন্টে ৭.৯ শতাংশ সুদ দেওয়া হচ্ছে যা পয়লা অক্টোবরের পর কম হয়ে যেতে পারে ।
এই স্কিমে আপনি যদি মাত্র ২০০ টাকা প্রতিদিন বাঁচিয়ে ইনভেস্ট করেন তাহলে মাসে ৬০০০ টাকা হয়। পিপিএফে বছরে ৭.৯ শতাংশ কম্পাউন্ডিং অনুযায়ী সুদের হার মিলছে । ২০ বছর পর্যন্ত এই সুদের হার মিললে মোট রিটার্ন ৩৫১৬০২১ টাকা হয়ে যাবে ।
২৫ বছর বয়সে আপনার বেতন যদি ৩৫-৪০ হাজার টাকা হয় । এবং আপনি ২০০ টাকা প্রতিদিন সেভিংস করলে ৪৫ বছর বয়সে আপনার মোট ৩৫ লক্ষ টাকার ফান্ড তৈরি হয়ে যাবে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊