Latest News

6/recent/ticker-posts

Ad Code

দিনহাটার প্রত্যন্ত গ্রামে হাজার কণ্ঠে গীতা পাঠ, রাশিয়া-ইউক্রেন থেকে আসা সাধুদের দেখতে উপচে পড়া ভিড়

দিনহাটার প্রত্যন্ত গ্রামে হাজার কণ্ঠে গীতা পাঠ, রাশিয়া-ইউক্রেন থেকে আসা সাধুদের দেখতে উপচে পড়া ভিড়

হাজার কণ্ঠে গীতা পাঠ, দিনহাটা, আবুতারা, ইসকন, সনাতন ধর্ম, গীতা জয়ন্তী, কোচবিহার সংবাদ, Hajar Kanthe Gita Path, Dinhata News, Abutara, ISKCON, Sanatan Dharma


দিনহাটা, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার জেলার দিনহাটা ২ নম্বর ব্লকের আবুতারা ফুটবল ময়দান আজ কার্যত ধর্মক্ষেত্রে পরিণত হলো। শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো আবুতারা ‘হাজার কণ্ঠে গীতা পাঠ’ কর্মসূচি। দ্বিতীয় বর্ষে পদার্পণ করা এই অনুষ্ঠানে ভক্তদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুধু স্থানীয়রাই নন, গীতা পাঠের টানে সুদূর রাশিয়া, ইউক্রেন এবং উরুগুয়ে থেকেও সাধুসন্তরা উপস্থিত হয়েছিলেন এই প্রত্যন্ত গ্রামে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টা থেকে এই কর্মসূচি শুরু হয়। গত বছর অর্থাৎ প্রথম বর্ষে প্রায় ৩০ হাজার ভক্তের সমাগম হয়েছিল। কিন্তু এবছর সেই সংখ্যা সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছে। কমিটির সদস্য মিলন সেন জানান, "সকাল ১১টার মধ্যেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। ভক্তদের দাঁড়ানোর মতো জায়গাও আর অবশিষ্ট নেই। আমরা আশা করছি, আগত ভক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। আগামী দিনে এই উৎসব আরও বড় আকার ধারণ করবে বলে আমরা আশাবাদী।"

এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মায়াপুর ইসকন মন্দির এবং বিদেশ থেকে আগত ভক্তবৃন্দ। যুদ্ধের আবহেও আধ্যাত্মিকতার টানে রাশিয়া এবং ইউক্রেনের মতো দেশ থেকে সাধুরা এই অনুষ্ঠানে যোগ দেন। এক বিদেশী ভক্ত তাঁর বক্তব্যে বলেন, "মানুষ এখন নেশা বা মাদকের মধ্যে সুখ খোঁজে, কিন্তু প্রকৃত আনন্দ লুকিয়ে আছে ভগবানের সেবায় এবং গীতায়। এই মনুষ্য জন্মের সদ্ব্যবহার করা উচিত।"

অনুষ্ঠানের মঞ্চ থেকে সনাতন ধর্মের মহিমা প্রচার করে মন্ত্রী উদয়ন গুহ বলেন, সনাতন ধর্ম কোনো একজন প্রবক্তার দ্বারা সৃষ্টি হয়নি, এটি বিশ্বের প্রাচীনতম ধর্ম যা বহু মুনিঋষির চিন্তাধারার একীভূত রূপ।

সীমান্তবর্তী গ্রাম আবুতারায় এই বিশাল আয়োজন এবং দেশ-বিদেশের ভক্তদের মেলবন্ধন এলাকাবাসীর মধ্যে এক অভূতপূর্ব সাড়া জাগিয়েছে। আয়োজকদের মতে, গীতার বাণী সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code