মিল্টন মিয়া,সিতাইঃপশ্চিমবঙ্গ জুড়ে এন আর সি নিয়ে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এমনকি শাসকদল তৃণমূল কংগ্রেসও সরব হয়েছে। এর থেকে পিছিয়ে নেই নস্যশেখ উন্নয়ন পরিষদ। এন আর সি নিয়ে মানুষের সমস্যা সমাধান ও এন আর সি তে বিভিন্ন সমস্যায় পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই সংগঠন পথ চলা শুরু করেছে।
নস্যশেখ উন্নয়ন পরিষদ এর দাবি -
১. পিছিয়ে পড়া নস্যসেখ জনজাতীর জন্য একটি উন্নয়ন পর্ষদ গঠন।
২.নস্যসেখ জনজাতীকে ভূমিপুত্র (O.I.) হিসেবে স্বীকৃতি প্রদান করা।
৩.পুরোনো সব জমির দলিল কোলকাতা থেকে নিয়ে এসে BLRO/RI অফিসে মজুত করা।
৪. পুরোনো ভোটার তালিকা কোলকাতা থেকে নিয়ে এসে গ্রাম পঞ্চায়েত(GP) অফিসে মজুত করা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নস্যশেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক শিক্ষক আমিনাল হক মহাশয়। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিক্ষক নাসির উদ্দিন, মহিউদ্দিন সাহেব, কোষাধক্ষ্য শিক্ষক সামিম আখতার এবং কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী ও সমাজকর্মী মিঠু সরকার (আহসান উল আলম সরকার)। NRC বিষয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সরব ছিলেন সকল বক্তারাই। আমিনাল হক বলেন নস্যশেখ জনজাতি স্বাধীনতার পূর্বে শত শত বছর ধরে এখানে বসবাস করছে। তাই আমাদের ভূমিপুত্র স্বীকৃতি পাওয়া একটি ন্যায্য অধিকার। আমরা রাজ্য সরকারকে আমাদের চারটি দাবির কথাই জানাবো। যদি তা সরকার মেনে না নেয় তবে আরো বৃহত্তর আন্দলোনে নামবে নস্যশেখ উন্নয়ন পরিষদ। এদিন এই কর্মী সমাবেশে প্রচুর মানুষের উপস্থিতি ঘটে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊