মধুসূদন রায়, ময়নাগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ 
ঠিক এক বছর আগে ভাষার লড়াইয়ে গুলিবিদ্ধ হয়ে খুন হতে হয়েছিল রাজেশ সরকার ও তাপস বর্মনকে। ওই বিশেষ দিনটিতে মৃত দুই ছাত্রের পরিবারের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে।


সেই বিশেষ দিনটিকে উপলক্ষ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে শ্রদ্ধাঞ্জলি জানায় কলেজ পড়ুয়ারা। গতকাল ২০ সেপ্টেম্বর  জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ময়নাগুড়ি কলেজের  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে রাজেশ সরকার ও তাপস বর্মনকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে বলে ময়নাগুড়ি কলেজের অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে জানা যায়।