আয়না ও দেওয়াল 
ফিরোজ আখতার


 আয়নাও আজকাল মুখোশচারি হয়ে গেছে
কিছুতেই দেখাতে চায়না আসল মুখ
ভেতরের মানুষটা কেমন খিলখিলিয়ে হেসে ওঠে...


মনে হয়, 'এই বেশ আছি'
মনে হয়,'কত ভালো আছি'
তারপর, একদিন কাউকে কিছু না বলেই
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আয়নাটা
পেছনের দেওয়াল তার অমসৃণ হাসি নিয়ে
আয়না হয়ে ওঠে না
আয়না হওয়া'র ক্ষমতাই নেই বেচারা'র