Sangbad Ekalavya: 
আজ একলব‍্য প্রকাশনী ও একলব‍্য রেফারিড জার্নাল এর যৌথ উদ‍্যোগে প্রথম থেকে চতুর্থ শ্রেণির ছাত্র ছাত্রীদের একলব‍্য মেধা অন্বেষন ২০১৯ পরীক্ষা আলিপুরদুয়ারের সোনাপুরের  নেস্ট চিলড্রেন মডেল স্কুলে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের পরীক্ষা সেপ্টেম্বর মাসেই আলিপুরদুয়ারের সমস্ত বিদ‍্যালয় গুলিতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয় সংস্থার তরফ থেকে।  এই মেধা পরীক্ষাকে ঘিরে ছাত্র ছাত্রী ও অভিভাবক অভিভবিকাদের যথেষ্ঠ উৎসাহ দেখা যায়। পরীক্ষার অবজার্ভার রাকেশ মজুমদার জানান, "একলব‍্য মেধা অন্বেষনের প্রথম পর্বের পরীক্ষায় ছাত্র ছাত্রীদের নজরকাড়া উৎসাহ ছিল। বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাহায‍্যে নির্বিঘ্নে পরীক্ষা সুসম্পন্ন হয়েছে।" এছাড়াও, একটি প্রেস বিবৃতিতে পরীক্ষা নিয়ামক ফজলে রহমান জানান, "একলব‍্য মেধা অন্বেষন শিশুদের জন‍্য একটা গুরুত্বপূর্ন পরীক্ষা। যা আগামীদিনে উত্তরবঙ্গের প্রতিটি কোনায় কোনায় পৌছানোর আশা রাখে। এই পরীক্ষার মাধ‍্যমে এক নতুনধারার শিক্ষা প্রণয়নে অগ্রসর হচ্ছে সংস্থা। একলব‍্য মেধা অন্বেষনের দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসে।"
বিস্তারিত দেখুন ভিডিওতে-