Sangbad Ekalavya: 8 sep:
৩১ আগস্ট প্রকাশিত আসামের জাতীয় নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকার বিরোধিতায় সরব হল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এদিনের প্রকাশিত চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লক্ষ মানুষ। এনআরসির নাম করে বাঙালিদের অসম থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ তুলে জোড়াফুল শিবিরের দাবি, তালিকার বাইরে থাকা ১৯ লক্ষ মানুষের দায়িত্ব নিতে হবে কেন্দ্রকেই। ১৯.০৭ লক্ষ মানুষ জাতীয় নাগরিকপঞ্জী তালিকার বাইরে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটে তিনি এআরসিকে “ব্যর্থ নাটকীয়তা” বলে মন্তব্য করেছেন, পাশাপাশি তাঁর দাবি, অন্য কোনও অভিসন্ধি নিয়ে এই পদক্ষেপটি করেছে বিজেপি সরকার।
ট্যুইটে তৃণমূল সুপ্রিমো লিখেছিলেন, “...এটা দেশ ও সমাজের ভালোর জন্য নয়, বরং অন্য কোনও অভিসন্ধির কারণে করা হয়েছে”। এই পদ্ধতিতে যাঁরা ভোগান্তির শিকার হলেন, তাঁদের প্রতি তাঁর সমবেদনা রয়েছে বলেও ট্যুইটে উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে NRC-র নামে আসামের ১৯ লক্ষ মানুষের নাগরিকত্ব বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হয় সোনাপুরে।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন- আলিপুরদুয়ার জেলা সহ সভাপতি মনোরঞ্জন দে, বুথ সভাপতি সরজ দাস এবং জেলার অন্যান্য নেতৃত্ব।