Latest News

6/recent/ticker-posts

Ad Code

একদল কলেজ পড়ুয়ার অন্য রকম শিক্ষক দিবস



অমিত সরকারঃঃ শিক্ষক দিবস এক অন্য মাত্রা ছাত্রছাত্রীদের কাছে। শিক্ষক দিবসে স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিল "অগ্রগ্রামী" গ্রুপ।

আজ সুমন পাল এর উদ্যোগে দীপিকা কুন্ডু, অস্মিতা সরকার, শুভশ্রী সরকার, তৃষ্ণা মন্ডল, পরিণীতা দাস, তাদের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করেন। তাদের গ্রুপের নাম "অগ্রগামী" আজ থেকেই তাদের পথ চলা শুরু। পুজোর আগে গরিব-দুঃখীদের হাতে কিছু বস্ত্র তুলে দেবার তাগিদে তারা এই শিক্ষক দিবসের শুভ দিনটিকে বেছে নিয়েছেন।

 সর্বপল্লী রাধাকৃষ্ণের যে শিক্ষার আলো দিতে চেয়েছিলেন ছাত্রছাত্রীদের মধ্যে সেই শিক্ষার আলো হয়তো সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পৌঁছেছে বলেই আজ তারা এমন ধরনের সমস্যার কাজে যুক্ত হতে পেরেছেন।
 অতএব অনুষ্ঠান ভবিষ্যতে আরো করবে বলে আশা করছে তাদের গ্রুপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code