ROPA – রিভিশন অব পে অ্যান্ড অ্যালাউন্স । কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন হারে বেতন কাঠামো ও ভাতা নির্ধারণের জন্য সরকার একটি বিধি তৈরি করা হলও। 2009 সালে রোপা 2009 গঠন হয়েছিল এবার 2019 সালেও নতুন একটি রোপা গঠন করা হলও। সেখানে রাজ্যের কর্মচারীদের কোন হারে বেতন বৃদ্ধি হলো(ior factor), বাড়ি ভাড়া ভাতা কত হলো(HRA), চিকিৎসা ভাতা(MA),অন্য মহার্ঘ ভাতা(DA), notational fixation ,cash benefit, pensioners দের বেতন বৃদ্ধি সহ একাধিক বিষয়ে উল্লেখ রয়েছে। ফলে PAY COMMISSION নিয়ে যাবতীয় প্রশ্নের উত্তর ROPA তে পাওয়া যাবে। 
মুখ্যমন্ত্রী আগেই কিছু বিষয়ে ঘোষণা করে দিয়েছে যেমন বেতন বৃদ্ধির হার(ior factor) 2.57 হবে। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের মনে এখন সব চেয়ে যে প্রশ্নটি বেশি দানা বাঁধছে সেটা হল,বকেয়া ডিএ নিয়ে। সেটা নিয়ে ওই দিন মূখ্যমন্ত্রী কিছুই জানান নি। ফলে আজ ropa 2019 প্রকাশ হলে সমস্ত বিষয় পরিস্কার হয়ে গেলো। কারন, ইতিমধ্যে স্যাট একটি মামলার রায়ে কেন্দ্রীয় হারে রাজ্য কর্মীদের DA দিতে (বকেয়া সহ) নির্দেশ দিয়েছে। স্যাটের রায়ে বলা হয়েছে, বেতন কমিশনের সুপারিশ কার্যকর করার আগে কেন্দ্রীয় হারে বকেয়া DA এর প্রাপ্য মিটিয়ে দিতে হবে। রায়ের তিন মাসের মধ্যে DA সংক্রান্ত নির্দেশিকা জারি করতে বলেছে স্যাট।

ষষ্ঠ বেতন কমিশন প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সাধারণ ধারণা ছিল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী বকেয়া টাকা তথা এরিয়ার দেওয়া হবে। কিন্তু সেই ধারণারও এ ব্যাপারে যাবতীয় আশা জলেই গেল।শুক্রবার সন্ধ্যায় নতুন বেতন কাঠামোর বিষয়ে রোপা রুল ২০১৯ (রিভিশন অব পে অ্যান্ড অ্যালাওয়েন্সেস) জারি করল নবান্ন। তাতে পষ্টাপষ্টি জানিয়ে দেওয়া হল, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে কর্মচারীরা কোনও এরিয়ার তথা বকেয়া টাকা পাবেন না।
নবান্ন সূত্রেও জানা গিয়েছিল যে, এরিয়ারের টাকা অধরাই থেকে যেতে পারে। শেষমেশ হলও তাই। শুক্রবার প্রকাশিত রোপা রুল ২০১৯-এ পরিষ্কার বলা হয়েছে যে, নতুন বেতন কাঠামো ১ জানুয়ারি ২০২০ থেকে কার্যকর হবে। কিন্তু ১ জানুয়ারি ২০১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত কোনও এরিয়ার বা বকেয়া টাকা পাওয়া যাবে না।